অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার :    পশ্চিম শীতলকুচি কার্জীপাড়ায় পরিমল বর্মন এর বাড়িতে টিউবয়েল বসাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন দুজন ব্যক্তি। তাদের বাঁচাতে গিয়ে আরো দুজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। ঐ চারজনকে শীতলকুচি হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের ডাক্তার বাবু দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকি দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। এই ঘটনায় পশ্চিম শীতলকুচি এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই মৃত দুই ব্যক্তির নাম সুনীল বর্মন এবং বাবলু বর্মন। উভয়ের বাড়ি শীতলকুচির গাদোপোতা বটতলা এলাকায়।


অপর দুই ব্যক্তি গৃহ মালিক পরিমল বর্মন এবং তার সহযোগী অমূল্য বর্মণ এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিমল বর্মন এর বাড়িতে গিয়ে জানা গেল, যে স্থানে টিউবল বসানোর হচ্ছিল তার মাথার উপরে ছিল ৪৪০কেভি ওয়াটের বিদ্যুতের খোলা তার, সেই তারে লোহার পাইপ আকর্ষিত হয়ে ওই দুই ব্যক্তির শরীরে বিদ্যুৎ সংযোগ ঘটে, এবং দুজনকে পাইপ থেকে বাঁচানোর জন্য বাড়ির মালিক ছুটে আসেন এবং তাদেরকে পাইপ থেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তারাও বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যান। এই ঘটনায় সাথে সাথে ঐ চারজনকে শীতলকুচি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শীতলকুচি থানা সূত্রে জানা যায় মৃত দুই ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।