গাঙ্গেয় প্রদেশের নাম পশ্চিমবঙ্গ
নির্বাচন আসে
সবাই জানে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে পড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ!

শিশু গাছ
তমাল সাহা

ওই শিশু গাছটিতে এত রক্ত লেগে কেন?
ওই সেতুর দেয়ালে কেন এত গুলির দাগ?
গৌর-নিতাই মাঠটি কি শ্মশান খোলা নাকি গোরস্তান ?
এই তো আমার বাবার হাওয়াই চপ্পল!
এইতো আমার মায়ের ছেঁড়া শাড়ি!
এই দেখো আমার বোনের মুখ!
আমার দিদিকে ন্যাংটো করে শুয়ে রেখেছে কারা?

এত কার্তুজ রবার বুলেট শেল ছড়িয়ে রয়েছে কেন?
ওই যে দূরে চশমাটি, আমার ঠাকমার ছিল!
দেখো, আমাদের ধানের গোলা ছাই হয়ে গেছে।
ঘরের ছাউনি কোথায় গেল? এই তো আমার জন্মের আঁতুড় ঘর
আমি এখন কার কোলে?

আমার চোখ দুটি চেপে ধরো
আমাকে অন্ধ করে দাও!