অবতক খবর, শিলিগুড়ি: পুরভোটের বাদ্যি বেজে উঠতে সময় এখনও হাতে রয়েছে। তবু আগের থেকেই শঙ্কা ঘিরে রেখেছে তৃনমুল কাউন্সিলারদের, উপরন্তুু আসন সংরক্ষনের কোপে পড়ে অনেক তৃনমুল কাউন্সিলারদের সমস্যা বাড়িয়েছে।

তারপরে পিকে এবং তার দলবলের শিলিগুড়ির রিপোর্ট সবমিলিয়ে ভোটের আগেই দোটনায় অধিকাংশ তৃনমুল কাউন্সিলার। পর্যটন মন্ত্রী গৌতমদেব কিংবা বিরোধী দলনেতা রঞ্জন সরকার কিছুই বলছেন না ষ্পষ্ট করে। শোনা যাচ্ছে পিকে এবং তার দলবল তৃনমুলের ছয় সাতজনকে পাস মার্ক দিয়েছেন এর মধ্যে  ৫ জন পুরুষ এবং ২ জন মহিলা কাউন্সিলার। কাজেই টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছে তৃনমুল নেতৃত্ব।

পিকের দল যে দুজন মহিলা কাউন্সিলারের সম্পর্কে ভাল রিপোর্ট তৈরী করেছে তারা দুজনেই নতুন কাউন্সিলার। তবে তৃনমুল নেতৃত্ব এখনই পুরোপুরি খোলনালচে বদলাবার ব্যাপারে নারাজ। কারন নতুন কাউন্সিলার আসলেই যে ভাল হবে না তা জানেন সবাই, তৃনমুলের উচ্চ নেতৃত্ব তাই সাবধানে পা ফেলতে চান।