অবতক খবর :: শিলিগুড়ি :: ১৮ এপ্রিল ::   মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়াকড়ি শিলিগুড়ি পুলিশের। আজ সকাল থেকেই প্রধাননগর থানার পুলিশ লকডাউন অমান্য করে বাইরে ঘোরাঘুরি করবার জন্য প্রায় শতাধিক মানুষকে গ্রেপ্তার করে।

শিলিগুড়ির বিধান মার্কেট,হাসমি চক,গেটবাজার সব জায়গায় পুলিশ কড়া পাহারা শুরু করেছে। নির্দিষ্ট কারণ ছাড়া বাইরে কোথাও দাঁড়িয়ে কথা বলতে দেখলেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। আজ সকাল থেকেই সেবক রোড,হিলকার্ড রোড এবং বিধান রোডে নাকা চেকিং শুরু করে পুলিশ। কাউকেই ছাড়া হয় নি।

গতকালই মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকেল থেকেই শিলিগুড়ির রাস্তায় নামে পুলিশ। গতকাল বিকেল থেকেই মাইকিং শুরু করে পুলিশ। শিলিগুড়ির সব বাজারকেই অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। মাছের বাজার নির্দিষ্ট দূরত্ব নিয়ে বসতে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসন। বেকায়দায় নির্দিষ্ট কারণ ছাড়া কেউ বাইরে বের হলেই তাকে ধরছে প্রশাসন। শিলিগুড়ির কয়েকটি বিশেষ বিশেষ জায়গাতে পুলিশ পিকেট বসানো হয়েছে। সবার উপর কড়া নজরদারি করছে পুলিশ।