নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ৩১শে ডিসেম্বর :: শিলিগুড়ি :: শিলিগুড়ির সেবক মোড়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে লোন জালিয়াতির ঘটনায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে গ্রেফতার করল গোয়েন্দা দফতর। রবিবার তাকে শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড হাকিমপাড়া থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যাক্তির নাম আশিষ রঞ্জন বিশ্বাস।

সোমবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য জানার জন্য ১০ দিনের রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ। বিচারক তার ৮দিনের রিমান্ড দেন। আগামী ৭তারিখ তাকে ফের আদালতে তোলা হবে। শিলিগুড়ির সেবক রোডের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ১৪কোটি টাকার লোন জালিয়াতির ঘটনা ঘটে।

শিলিগুড়ির কিছু ব্যবসায়ী কয়েকমাস ইএমআই দেওয়া বন্ধ করে দেয়। তখন ব্যাঙ্কের তরফ থেকে ব্যবসায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে গেলে দেখে তা জাল। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ির গোয়েন্দা দফতর তদন্ত করে, ইতিমধ্যে ব্যাঙ্কের ম্যানেজার সহ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশানের সদস্য আইনজীবী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।