অবতক খবর , শিলিগুড়ি :      শিলিগুড়িতে চীন আতঙ্ক। দুটি চ্যানেল এই সংবাদ প্রকাশ করেছে যে যেকোন সময়ে চীন শিলিগুড়ির পুরোটা দখল করে নিতে পারে। কারন হিসাবে প্রথমে দেখানো হয়েছে শিলিগুড়ির ভৌগলিক অবস্থানকে। এবং শিলিগুড়ির ব্যাবসায়িক পরিবেশের জন্য।

চীনের গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে শিলিগুড়ির জন্য আলাদা পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। শিলিগুড়িকে নিয়ে নিতে পারলে উত্তরের অনেকটাই দখলে রাখতে পারবে চীন মনে করছে বিশেষজ্ঞ মহল। গত একমাসে অনেকটাই ঢুকে গেছে চীন খবর ভারতের একটি স্যাটেলাইট চ্যানেলের। ওই চ্যানেলটি দাবী করছে আগামী একমাসের মধ্যে চীন ভারতের অনেকটাই দখল করতে সক্ষম হবে।

এদিকে ঠিক একই খবর প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গের একটি বহুল প্রচলিত দৈনিকে আর তাতেই টনক নড়েছে শিলিগুড়িবাসীর। চীনা আগ্রাসন থেকে কি শিলিগুড়ি ছাড় পাবে?এই কথাই এখন সবার মুখে মুখে।