অবতক খবর,১৮ মেঃ কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিজের দক্ষতা প্রমাণ করলো ভাটপাড়ার আদ্রিতা। নৈহাটি সেন্ট লুক স্কুলের ছাত্রী ভাটপাড়ার বাসিন্দা আদ্রিতা বিশ্বাস এ বছর মাধ্যমিকে আইসিএসই(ICSE) বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৪৯৩ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করে সকলের নজর কেড়েছে।যার ফলে এলাকার মুখ উজ্জ্বল হয়েছে বলেই মনে করছে ভাটপাড়াবাসী।

শুধুমাত্র পড়াশোনায় মেধাবী ছাত্রী হিসাবেই নয় , ক্যারাটে থেকে শুরু করে ছবি আঁকা এংকারিং, সাঁতার সহ বহুমুখী প্রতিভা রয়েছে তার। ২০১৯ সালে ব্যাংককে এশিয়া- ওশেনিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ষষ্ঠ স্থান অধিকারে দেশের মুখ উজ্জল করেছে আদ্রিতা। ২০২০ সালে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেছে সে। তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছে সকলেই।মেয়ের এই পারদর্শিতা দেখে উৎসাহিত হয় মা-বাবাও।