অবতক খবর,২০ জানুয়ারি : প্রশাসনের নির্দেশিকা মেনে পড়ুয়াদের স্বার্থে যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর। বদলির ক্ষেত্রে মানতে হবে প্রশাসনের নির্দেশিকা। যে যাঁর খুশি মতো কাজ করবেন, এটা সম্ভব নয়। শিক্ষক বদলি মামলায় শুক্রবার মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর নির্দেশ, শিক্ষক বদলির ক্ষেত্রে প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে, তা মানতে হবে।

এক জন শিক্ষক বদলি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, ওই স্কুলে কোনও অঙ্কের শিক্ষক নেই। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতি বসু বলেন, ‘‘ভাবতে পেরেছেন কোনও স্কুলে অঙ্কের শিক্ষক নেই। আমার শুধু চিন্তা ছাত্রদের কী হচ্ছে? কী শেখানো হচ্ছে? অনেক হয়েছে, এ বার হাল ফেরানো দরকার।’’

বিচারপতি বসু আরও জানান, বদলি নিয়ে কোনও শিক্ষককে শিক্ষা দফতর নির্দেশ দিলে, তা সাত দিনের মধ্যে পালন করতে হবে। যদি তা পালন না করা হয়, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে পারবে শিক্ষা দফতর।