অবতক খবর,২০ জানুয়ারিঃ বহরমপুরে কয়েক দিন ধরে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করেছেন মুর্শিদাবাদ আঞ্চলিক পরিবহন দপ্তর। যেসব টোটোর রেজিস্ট্রেশন এবং নাম্বার নাই তাদেরকেই ধড়ফাকর করে জরিমানা করা হচ্ছে বলে জানা যায়। এর ফলে নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়েছেন। যদিও আঞ্চলিক পরিবহন আধিকারিক শ্রী বিমল কুমার শর্মা তিনি জানিয়েছেন যে রেজিস্ট্রেশন নম্বর যুক্ত ই- রিকশা চালানোর ক্ষেত্রে কোন অসুবিধা নাই কিন্তু যাদের রেজিস্ট্রেশন নেই তাদের টোটো আটক করে জরিমানা করা হচ্ছে। এই ব্যাপারে টোটো চালক মুরাদ শেখ জানান যে যতক্ষণ না আমাদের গাড়ি চলতে দেয়া হবে ততক্ষণ আমরা কোন গাড়ি চলতে দিব না।

তিনি বলেন এরই উপর নির্ভর করে আমাদের জীবিকা, সুতরাং হঠাৎ করে এত পরিমাণ টোটো চালকের ছোট বন্ধ করে দিয়ে এখন রেজিস্ট্রেশন নাম্বারযুক্ত ইরিক্সা চালানোর কথা বলছেন তাহলে এই টোটো চালকদের কি হবে। এই ব্যাপারে রাজেশ দাস বলেন যে শেষ পর্যন্ত স্যার অর্থাৎ জেলা পরিবহন আধিকারিক আশ্বাস দিয়েছেন যে কোন সমস্যা হবে না যদি তোমাদের কোন সমস্যা হয় তাহলে আমাদের কাছে আসবে আমরা সমাধান করে দিব। তিনি আরো জানান প্রত্যেক টোটো চালক মানুষকে পরিষেবা দিক কিন্তু তারা অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখবে। আর যে টোটোগুলো ধরা পড়েছে তার কি হবে এ ব্যাপারে রাজেশ দাস বলেন যে আরটিও বলেছে ন জেলাশাসকের সঙ্গে মিটিং এর পর জরিমানা করে ছেড়ে দেয়া হবে বলে জানান রাজেশ দাস।