অবতক খবর,১৯ এপ্রিল: প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠক করে তিনি বললেন শাসক দল দলের যিনি প্রধান তিনিই চান না ভোট শান্তিপূর্ণ হোক। কারণ হিসাবে তিনি বলেন বিগত দিনে পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট কোন ভোটের শান্তিপূর্ণভাবে হয়নি।

তার চিত্র ভোটের পর ভোটকেন্দ্রের পাশে ব্যালট অহরহ ছিটিয়ে থাকতে দেখা গেছে এবং কোন কোন জায়গায় ব্যাল ট পুড়িয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয় শাসক দল যেখানে বিরোধীদের ভোট বেশি সেইখানে ব্যালট বক্স লুট করে পুকুরে ফেলেছে সেই চিত্র ও আমরা টিভি কাগজে দেখেছি। অধীর চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তিনি কোথাও চান না সুষ্ঠুভাবে ভোট হোক সব কিছুতেই তিনি গন্ডগোলের সৃষ্টি করে থাকে বললেন অধীর। তিনি আরো বলেন যে মমতার দলের লোক এখন থেকে আজ পালন করছেন আমরা ভোট লুট করব। যদিও নির্বাচনী কমিশনার এখানকার ডিআইজি মুকেশ কুমার কে সরিয়ে দিয়েছেন কিন্তু তাতে কি হবে? মুকেশ কুমার যেভাবে ভোটের জন্য এখানে গুটি সাজিয়েছেন অর্থাৎ প্রতি থানায় থানায় যেভাবে আইসি দের থানায় থানায় বসিয়েছেন সে ক্ষেত্রে মানুষের সন্দেহ মুকেশ কুমার না থাকলেও বাইরে থেকে এইসব মুকেশ কুমারের বিশ্বস্ত লোক অর্থাৎ আইসিদের তৎপরতা থাকবেই শাসক দলের সাথে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।