অবতক খবর :: পশ্চিম মেদিনীপুর ::    জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষজনদের পরিবারগুলোকে আর্থিকভাবে স্বচ্ছল করে তুলতে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে l  যার মধ্যে  কার্যকরী উদ্যোগ হিসেবে প্রাণীপালনে জোর দেওয়া হয়েছে l এর ফলে একদিকে যেমন এই সকল প্রান্তিক পরিবারগুলোকে আর্থিক  স্বনির্ভর করে তোলা হচ্ছে তেমনি অন্যদিকে রাজ্যের মানুষের জন্য মাংস ডিম ও দুধের জোগান বৃদ্ধি পাচ্ছে l

রাজ্য সরকারের এই প্রাণী পালন প্রকল্পে বিগত কয়েক বছরে শালবনি ব্লকের পঁচিশ হাজারেরও বেশি পরিবারকে মুরগির বাচ্চা, ছাগল অথবা গাভী প্রদান করা হয়েছে l  সেই সঙ্গে প্রাণী পালকদের  প্রশিক্ষণ সহ সঠিক পদ্ধতিতে টিকাকরন এবং বীমার ব্যাবস্থাও করা হয়েছে l

মঙ্গলবার শালবনি  ব্লকের ৫৩ টি পরিবারকে শালবনি পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে  পুনরায় ৫ টি করে ছাগল তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ , পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি , ব্লক প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ বিমল মাহাতো ও প্রাণিসম্পদ উন্নয়ন অধিকারিক সৌমিত্র ঘোষের উপস্থিতিতে ছাগলগুলি উপভোক্তা ৫৩ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় l