অবতক খবর,৫ মেঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামসের গঞ্জের নদী ভাঙ্গন পরিদর্শন করলেন তিনি আজকে নদী ভাঙনের ক্ষতিগ্রস্তদের হাতে তিনি তার জন্য পাট্টা তুলে দেবেন। আজকে এই মঞ্চ থেকে বেশ কয়েকজনের হাতে সেই পাট্টা তুলে দেয়া হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমা সরকার সুজিত সরকার দিক ছন্দা সরকার , দীপ চাঁদ সরকার, বিপ্লব সরকার বিকাশ সরকার প্রবাল সরকার রাহুল সরকার, মহাদেব সরকার মাধব সরকার রাজু সরকার দিপালী সরকার সহ বেশ কিছু গৃহহীন মানুষের হাতে আজ তিনি পাট্টা তুলে দিলেন। তিনি বলেন গঙ্গা ভাঙন রোদে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনি এও বলেন যে নদীর পাড়ে পাট ছ’ কিলোমিটার এর মধ্যে কোন ঘরবাড়ি করা চলবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ গঙ্গা ভাঙ্গন দেখতে গিয়ে বলেন ১৫ বছর আগে যারা গঙ্গা দেখেছেন গঙ্গা যত দূরে ছিল তত কাছে চলে এসেছে। তিনি বলেন টেন্ডার করার সময় যে ঠিকাদাররা কাজের দায়িত্ব নিবেন তাদেরকে কুড়ি বছরের সেই কাজের দায়িত্ব নিতে হবে।