আবাতক খবর ,সংবাদদাতা , আসানসোল :- অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল সোমবার শহীদ ভগৎ সিং এর জন্ম দিনের দিনই , রানিগঞ্জ পাঞ্জাবি মোড়ে পুনঃস্থাপন করা হল তার পূর্ণাঙ্গ মুর্তি। পূর্ণাঙ্গ মুর্তির আবরণ উন্মোচন করলেন আসানসোল কর্পোরশনের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভকত, কাঞ্চন তেওয়ারি, রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া, পাঞ্জাবী মোড় গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি সর্দার ইন্দর সিং সহ আর অনেকে।

জানা গেছে রানিগঞ্জের উপর মোড়ে বা যা আগে উপর পাঞ্জাবী মোড় বলে পরিচিতি ছিল সেই মোড়ে ২০১০ সালে ভগৎ সিং এর পূর্ণাঙ্গ মুর্তির উন্মোচন করেছিলেন তৎকালীন সিপিএমের সাংসদ বংশগোপাল চৌধুরী। কিন্তু ২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কারনে সেই মুর্তিকে ভেঙে দিতে হয়। রাস্তার সম্প্রসারণের কাজ হয়ে যাওয়ার পর দীর্ঘ কয়েকটা বছর পার করে, আসানসোল কর্পোরেশনের মেয়র কে বারংবার অনুরোধ জানিয়ে বর্তমান সরকারের অনুপ্রেরনায় ও পাঞ্জাবী মোড় গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির উদ্যোগে সোমবার ২৮ সেপ্টেম্বর ভগৎ সিং এর সেই পূর্ণাঙ্গ মুর্তি পুনঃস্থাপন করা হয় রানিগঞ্জ মোড়ে। যা সোমবার আসানসোল কর্পোরশনের মেয়র জিতেন্দ্র তেওয়ারি মুর্তির পুনঃ উন্মোচন করলেন।