অবতক খবর,১৪ নভেম্বর: আজ ছিল শুভ দীপাবলি। আলোর উৎসব। দেশের মানুষের জাতির কল্যাণের জন্য আজ ময়দানে নেমে পড়লেন এই অঞ্চলে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, দেশপ্রেমের উদ্বেল কাঁচরাপাড়া কালিনগর রোডের চন্দন রায়।

সবাই যখন আলোর উৎসবে বিভিন্নভাবে মেতে উঠেছে তখন তিনি প্রদীপ মিছিল করে তার সহকর্মীদের নিয়ে গান্ধী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে সম্প্রতি চীন এবং পাকিস্তান সীমান্তে যে সমস্ত বীরেরা শহীদের মৃত্যু বরণ করেছেন তাঁদের উদ্দেশ্যে তারা সম্মিলিতভাবে প্রদীপ জ্বালালেন।

এটা দীপাবলীর উৎসব,আলোর উৎসব,জীবনকে বন্দনার উৎসব,শুভ চেতনা জাগানোর উৎসব, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার উৎসব– আজ তিনি এক বক্তব্যে জানান যে,এই চেতনা নিয়েই তিনি দেশপ্রেমিকদের শ্রদ্ধা জানাচ্ছেন। ‌যদি জওয়ানরা না থাকেন তবে এই দেশকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবে কে? এই প্রশ্ন তিনি তুলেছেন। সেই জন্যই তিনি আলোর অভিসারে যাত্রা করেছেন এবং পৃথিবী যুদ্ধ মুক্ত হোক যুবক জওয়ানদের যাতে প্রাণ বিসর্জন না দিতে হয় এটাই তাঁর একমাত্র প্রার্থনা বলে তিনি জানান।