শতকিয়া
তমাল সাহা

এক- এ চন্দ্র
অন্ধরাত্রি, প্রতিবাদে কন্ঠ মন্দ্র।

দুই-এ পক্ষ
মানুষের জয়গানে উদ্ধত বক্ষ।

তিন-এ নেত্র
সংঘর্ষ অনিবার্য, কে ছাড়বার পাত্র?

চার-এ বেদ
চারদিকে মানুষ, নেই কোনো ভেদ।

পাঁচ-এ পঞ্চবাণ
তৈরি হও,সম্মুখে আগুয়ান।

ছয়-এ ঋতু
এদিক ওদিক চোখ কেন? তুই কি ভীতু?

সাত-এ সমুদ্র
নটরাজ দেখিসনি? হতে হবে রুদ্র।

আট-এ অষ্টবসু
আজই ময়দানে, নয় কাল পরশু।

নয়-এ নবগ্রহ
মন্দির মসজিদ নয়, মানুষই বিগ্রহ।

দশ-এ দিক
লক্ষ্য তো একটা- রাষ্ট্রবিরুদ্ধ তুই, নির্ভীক।