অবতক খবর :: শিলিগুড়ি :: ১১ জুন ::    দেশ জুড়ে লকডাউন। ভাঁটা পড়েছে মানুষের বেড়ানোর ইচ্ছেয়। টান পড়েছে পর্যটকের ভীড়ে। লোকসানের মুখে পর্যটন শিল্প। একদিকে অতিথি নেই অন্যদিকে বাড়ছে রোজকার খরচ। অগত্যাই টানতে না পেরে বন্ধ করবার চিন্তা নিয়েছিল হোটেলগুলি। সিদ্ধান্তের কথা শুনে এগিয়ে এল কয়েকটি সমাজসেবী সংস্থা এবং হোটেল মালিকদের সংগঠন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন পরিস্থিতি ঠিক না হচ্ছে ততদিন হোটেলগুলিকে সাহায্য করা হবে।

পাহাড়ের সব হোটেলই চলছে লোকসানে। লকডাউনের কারণে পর্যটক আসছেন না,অন্যদিকে হোটেল ষ্টাফদের বেতন এবং হোটেল রক্ষণাবেক্ষণের দৈনন্দিন খরচ খরচ দিয়ে আর সামলাতে পারছিল না হোটেলগুলি। সিদ্বান্ত নিয়েছিলো হোটেল বন্ধের। তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিলো পশ্চিমবঙ্গের হোটেল মালিকদের সংগঠন। এতে খুশি পাহাড়ের হোটেল মালিকেরাও তারা জানাচ্ছেন, তারাও চান না হোটেল বন্ধ রাখতে। কিন্তুু বর্তমান অবস্থায় তাদের হোটেল বন্ধ রাখা ছাড়া আর অন্য কোন উপায় ছিল না। তারা খুশি তাদের হোটেল বন্ধ করতে হচ্ছে না। খুশি হোটেল ষ্টাফেরাও। চাকরী হারানোর ভয় নেই।