অবতক খবর,২২ এপ্রিল: এবার সিপিএম পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত গৃহীত হয় যে, লেনিনের জন্মদিন রেড ভলেন্টিয়ার্স ডে হিসেবে পালিত হবে। পার্টির সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আজ বীজপুর অর্থাৎ কাঁচরাপাড়া এবং হালিশহরে রেড ভলেন্টিয়ার্স ডে পালিত হল।

লেনিনকে শ্রদ্ধা জানিয়ে আজ লাল পতাকা উত্তোলন করা হয় এবং তার সঙ্গে রেড ভলেন্টিয়ার্স ডে’ও পালিত হয়। এটা সর্বজনবিদিত যে, পশ্চিমবঙ্গের রেড ভলেন্টিয়ার্স নামে যে বাহিনী তৈরি হয়েছে তারা করোনা কালীন এই সঙ্কট মুহূর্তে মানুষের পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়েছেন। অক্সিজেন সরবরাহ, করোনাগ্রস্ত রোগীকে সেবা করা তো বটেই, করোনা আক্রান্ত এলাকায় খাদ্য সামগ্রী বন্টন করেছেন। এমনকি রেড ভলেন্টিয়ার্স কর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত মানুষকে দাহকার্যে সহযোগিতা করেছেন। ফলত, পশ্চিমবঙ্গে রেড ভলেন্টিয়ার্স এই শব্দবন্ধটি একটি অন্য মাত্রা পেয়েছে।

তারা আজ শপথ নেন যে, কেবলমাত্র করোনাকালীন সংকট নয়,রেড ভলেন্টিয়ার্স মানুষের মে কোন সংকটকালীন মুহূর্তে সর্বদাই সতর্ক প্রহরীর মতো কাজ করে যাবে।
তাদের স্লোগান–
ইউ, দি পিপল আওয়ার্স!
উই আর রেড ভলেন্টিয়ার্স।