লাল পতাকার গান
তমাল সাহা

বাইরে এখন
লাখো লাখো লাল পতাকা উড়ছে
বাইরে এখন
হাতে হাতে লাল পতাকা ঘুরছে।

লাল পতাকা! লাল পতাকা!
জাত-পাত জানে না
ধর্ম-টর্ম মানে না
মন্দির মসজিদে যায় না।

লাল পতাকা! লাল পতাকা!
শুধু লালে লাল
শ্রম রক্ত ঘামে দিয়েছে উড়াল।
কারা বইছে এই পতাকা ঘাড়ে!
কার হিম্মত এই পতাকা কাড়ে?

আকাশের দিকে তাকাও সকাল বিকাল
সূর্যোদয় সূর্যাস্ত দিগন্ত জুড়ে লালে লাল।