অবতক খবর,২৪ এপ্রিল: ২০২৪ এর হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা করণের সেই লক্ষ্যে আজ লালবাগ এসিস্ট্যান্ট চিপ মেডিকেল অফিসার অফ হেলথ অফিসে লালবাগ মহাকুমার ২১৩ জন হজযাত্রী লালবাগ চিপ মেডিকেল অফিসে স্বাস্থ্য পরীক্ষা এবং ভ্যাকসিন নিতে হাজির হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায় এই হজযাত্রীদের মেডিকেল চেকআপ করার পর ওরাল পোলিও ভ্যাকসিন, মেরিন্গো ককটাল ভ্যাকসিন দিয়া হবে বলে জানা যায়, যাদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে তাদের ডাক্তারবাবু পরীক্ষা করার পর প্রয়োজনে আরো অতিরিক্ত একটি ভ্যাকসিন দিতে হতে পারে বলে জানা যায়। হজ যাত্রীদের জন্য এই ভ্যাকসিন সম্পূর্ণরূপে বিনা খরচে সরকার প্রদান করছে। এখানে উপস্থিত হজযাত্রী তিনি জানান মেডিক্যাল ফিট এবং ভ্যাকসিন নেয়ার পর সেই সার্টিফিকেট জমা দিলে তারপরে তাদের বোম্বে থেকে যাত্রার দিন ঠিক হবে বলে তিনি জানান।