অবতক খবর,১ ডিসেম্বর : আজ ১লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। লালবাগ মহকুমা হাসপাতালের পক্ষ থেকে বিশ্ব এইডস দিবস পালন করা হলো বৃহস্পতিবার। সেই উপলক্ষে আজ সকালে একটি পদযাত্রা করা হয় লালবাগ শহরে। পদযাত্রায় পা মেলান লালবাগ মহকুমা হাসপাতালের স্বাস্থ্য কর্মী থেকে অন্যান্য হাসপাতাল কর্মীরা, NCC-র ছেলেমেয়েরা ও লালবাগ সুভাষ চন্দ্র বোস সেন্টেনারি কলেজের NSS বা ন্যাশনাল সার্ভিস স্কিম বাহিনী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ১ ও ২ ডিসেম্বর অর্থাৎ আজ এবং আগামীকাল লালবাগ মহকুমা হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে রক্তের HIV পরীক্ষা করা হবে।
এ বিষয়ে লালবাগ সুভাষ চন্দ্র বোস সেনটিন্যারি কলেজের প্রিন্সিপাল সুপম মুখার্জি জানান, “এইডস এমন একটা রোগ যাকে নির্মূল করা যায় না, সেই কারণে মানুষ যদি সচেতন হয় এবং এই রোগ সম্পর্কে জানতে পারে যে কিভাবে এইডস ছড়ায় এবং কি থেকে বিরত থাকলে এই রোগ থেকে দূরে থাকতে পারব, সেই বিষয়গুলো সম্পর্কে যদি প্রতিটি মানুষ সচেতন হয় তাহলে আমরা এইডস প্রতিরোধ করতে পারবো। আজ সেই উদ্দেশ্যেই লালবাগ মহকুমা হাসপাতাল, এনসিসি এবং লালবাগ কলেজের যৌথ উদ্যোগে একটি পদযাত্রা করা হয়।”