টিকলি সীমান্তে প্রাণ দিয়েছেন এই গান লেখক মেওয়া সিং। খোটে গাঁওয়ে থাকতেন। কিষান বিদ্রোহে সামিল হয়েছিলেন। টিয়ার গ্যাস ও জলকামানে আক্রান্ত হন। পরে কার্ডিয়াক ফেইলিওর-এ আমাদের ছেড়ে চলে গেলেন সোমবার,৭.১২.২০।

লড়াকু গানওয়ালা
তমাল সাহা

নাম শুনেছো
মেওয়া সিং,লেখে গান।
টিয়ার গ্যাসের মুখোমুখি
সঙ্গে ভেজায় জলকামান।
লড়াইয়ে সামিল, সীমান্ত টিকরি।
সব মানুষকে কি কেনা যায়
সব মানুষ কি হয় বিক্রি?

তোমার লেখা শেষ গান—
‘লড়াইয়ে জিতেই ফিরবো,
না হলে মৃতদেহ ফিরবে ঘরে’।
এ গানই তো জীবন উদ্বেল করে।

এখন আমরা তোমাকে ঘিরে
লড়াইয়ে যাবো আরো দৃঢ় অঙ্গীকারে।

তোমাকে সেলাম!
তুমি ছিলে জীবনের গান লেখক।
তুমি এখন আমাদের নায়ক
কৃষক বিদ্রোহের শায়ক।