দিল্লি এখন কিষানদের দখলে। করোনা কালে এই শতাব্দীতে ভারতের ইতিহাসে এটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। শীতের কনকনে প্রবাহকে তুড়ি মেরে যুব কিষান, প্রৌঢ়-প্রৌঢ়া কিষান-কিষানির রাজধানী অভিমুখে লংমার্চকে রক্তিম অভিনন্দন জানাই

লঙ্ মার্চের গান
তমাল সাহা

হাঁটছে কিষান, যাচ্ছে কিষান
লেফট! রাইট! লেফট!
ঐ দেখা যায় তোরণ দ্বার—
মাই ইন্ডিয়া গেট।

লাল ঝান্ডা উঁচা করো!
আগে বাড়ো, কুইক মার্চ!
আউর জোর কুচকাওয়াজ।

সেই সামালো, জোরসে চলো
কিষান তুমহে জোরসে বলো
কৃষি বিল আগমে ডালো
লাল কিলা পর লাল নিশান
জয় কিষান! জঙ্গি কিষান!