অবতক খবর, সংবাদদাতা, শ্যামনগর, ৩রা মে ২০ ::  লকডাউন শুরু হওয়ার পর থেকেই শ্যামনগরের ক্ষুদিরামনগর পৌষ কালী পূজা কমিটি বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে সমাজের পাশে দাঁড়িয়েছে। একইভাবে আজকেও এই পুজো কমিটির পক্ষ থেকে ১০০জন মানুষের হাতে চাল,ডাল,আলু, সয়াবিনসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

আজকের এই কর্মসূচীতে উপস্থিত হয়ে ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান সোমনাথ তালুকদার, কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য অশোক সরকার ও সমাজসেবী গোলাম কাদের এবং কুশ কুমার প্রসাদরা মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন।

এদিন পুজো কমিটির যুগ্ম সম্পাদক অমিত শর্মা বলেন, “প্রতিদিন দুপুরবেলায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়ার পাশাপাশি বাড়িতে রান্নার প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল এবং আগামী দিনেও সম্পূর্ন বিনামূল্যে বাজার বসবে কাউগাছি-১ এলাকায়।” পুজো কমিটির কার্যকরী সদস্যদের মধ্যে বিশ্বজিৎ দাস, দীপাঞ্জন মালাকার, সোমনাথ সাহা, সুমন সাহা, সুব্রত সেনগুপ্ত সহ সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মকান্ডর কাজ চালিয়ে যাচ্ছে।