অবতক খবর,১৯ অক্টোবর,বাঁকুড়াঃ- প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যখন শারদোৎসবে সাম্প্রদায়িক হানাহানির খবর আসছে, ঠিক তখনই লক্ষ্মী পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করছে বাঁকুড়ার সোনামুখীর প্রত্যন্ত গ্রাম ধানসিমলার মানুষ। গত সাত বছর ধরে শম্ভুনাথ কর্মকারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুজো করছেন ইউসুফ মণ্ডরলাও।

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজার পাশাপাশি এই এলাকার অন্যতম বড় উৎসব লক্ষ্মীপুজোও। এই পুজোয় জাতিধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেন এলাকার প্রতিটি মানুষ। সঙ্গে পাশাপাশি বসে চলে পংক্তিভোজনও।সবমিলিয়ে চারদিকে যখন ধর্ম নিয়ে হিংসা আর হানাহানির খবর, ঠিক তখনই বছরের পর বছর এই পুজোকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করছেন এখানকার মানুষ।