অবতক খবর :: মুর্শিদাবাদ ::    মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক কমলেশ চ্যাটার্জী আক্রান্ত হয়েছিলেন। আজ জেলা কংগ্রেস পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠক করলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী।

তিনি জানালেন পরিযায়ী শ্রমিক ও বাইরের চিকিৎসাধীন মানুষকে বাংলায় ফেরাতে একটি তালিকা তৈরি করছিলেন বিধায়ক কমলেশ চ্যাটার্জী ও তার কংগ্রেস অনুগামীরা সেই সময় তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতী তার ওপর এ হামলা চালায়, এবং সবুজ শেখ নামে এক কংগ্রেস কর্মী কে হাসপাতালে ভর্তি করতে হয়। এরই প্রতিবাদে রাজ্যপাল, বিধানসভার স্পিকার ও মুখ্যমন্ত্রী কে জানানো হয়েছে, এবং লিখিত অভিযোগ আজ সাংবাদিক বৈঠকে পেশ করা হয়।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে, আইনের শাসন প্রণয়ন করুন যেখানে আইনসভার সদস্য আক্রান্ত হচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই বিপদ রাজ্য সরকারের ওপর এই বর্তাবে।