রাজীব মুখার্জী ::অবতক খবর :: হাওড়া ::    প্রতিবারই বড়ো বাবার বাড়ে পুজো দেওয়া টা একটা প্রথা হাওড়া গ্রামীন এলাকার পানিয়ারাতে। এই বছরে একদিকে কোভিট-১৯ এর করাল থাবা অপরদিকে আজকে লকডাউন। তবু প্রথা ভাঙার কোনো ইচ্ছে ছিলনা এখানকার মহিলাদের। তাই এই বারেও নিয়ম করে তারা বাড়ি থেকে বেড়িয়েছেন পুজো দেওয়ার উদ্যেশ্যে।

স্থানীয় বাসিন্দা মমতা কোলে জানান প্রতিবারই শ্রাবণ মাসের প্রতিটা শনিবার তারা বড়ো বাবার বার পালন করেন। এই বছরেও তাই বাদ দেন নি। যেহেতু করোনার প্রকোপ রয়েছে তাই মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে সংকল্প করে পুজো দিতে যাচ্ছেন।

অপর এক বাসিন্দা মৌসুমী ধর জানান লকডাউন চলছে আজ তিনি জানেন তবু মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে পুজো দিতে যাচ্ছেন।
এলাকার বাসিন্দা অয়ন্তিকা ঘোষ জানান আজকের পুজো দিতে যাচ্ছেন যাতে করোনা ভাইরাসের প্রকোপ কমে যায়। তাই মাস্ক, স্যানিটাইজার ব্যাবহার করে পানিয়ারার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন।

অপরদিকে ধুলাগড়ি টোলের সামনে হাওড়া গ্রামীন পুলিশের থেকে কড়া নজরদারি চালানো হয়। টোল পাড় হওয়া গাড়ি দাঁড় করিয়ে তাদের প্রয়োজনীয় নথিপত্র দেখা হয়। বাইরে বেরোনোর কারণ জানতে চাওয়া হয়।