অবতক খবর :: শিলিগুড়ি ::    বিভিন্ন জায়গা থেকে আগত কিছু শ্রমিক শিলিগুড়িতে এসে লক ডাউন হওয়ার জন্য আটকে পরেছে। তাদের না থাকে থাকবার জায়গা না থাকে পর্যাপ্ত পরিমান খাওয়ার। তাদের এই অবস্থার কথা শুনে শ্রমিক দেরকে থাকবার ও বিভিন্ন জায়গা থেকে সাহায্যের মাধ্যমে খাওয়ার ব্যাবস্থা করেন অধ্যাপিকা তনিমা ঘোষ এবং তার সহকর্মীরা।

তারা জানালেন পুলিশ প্রশাসনকেও এর পুরো বিষয় জানানো হয়েছে। ওনাদের সকলকে চিকিৎসকের মাধ্যমেও দুবার করে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। শোনাগিয়েছে শ্রমিকরা পুরোপুরি সুস্থ। প্রশাসনকে পুরো বিষয়টি জানানো হয়েছে। খুব শীঘ্রই আশা করছি এদের সমস্যার সমাধান হয়ে যাবে।

তনিমা ঘোষ জানালেন আমি আমার সামর্থমত শ্রমিকগুলোর মুখে কিছু খাওয়ার দেওয়ার চেষ্টা করেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা রইলো যে করোনা নামক মহামারীর জন্য মানব সভ্যতা আজ বিপন্ন ও অকেজো হয়ে পরে রয়েছে তা থেকে যেন খুব শীঘ্রই সুস্থ্য ও স্বাভাবিক হয়ে ওঠে জানালেন তনিমা ঘোষ।