অব তক খবর,দেবাশিস মালিক, বিষ্ণুপুর:-  লকডাউনের দিনে চলল গুলি, গুলিবিদ্ধ এক গৃহবধূ l সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানা রঘুদেবপুর গ্রামে। গুলিবিদ্ধ গৃহবধূর পরিবার সূত্রে খবর, তারা বিজেপি করে বলেই তাদের বাড়ির উপর তৃণমূল কংগ্রেসের নামিদামি দুষ্কৃতীরা এলাকার বেশ কিছু বাড়ি ভাঙচুর করে , গুলি চালায় l গৃহবধূ স্বামীকে খোঁজ করে । বিজেপি সূত্রে খবর, গৃহবধূর স্বামী অরুণ নস্কর বিজেপির বুথ কমিটির ও স্ত্রী রাধারানী নস্কর হিসাব রক্ষক দায়িত্ব ছিলেন । অভিযোগ, সোমবার সকাল ১১টা নাগাদ তৃণমূল কংগ্রেসের দুষ্কতী বাহিনীরা আগ্নেয়াস্ত্র সহ বাড়িতে হামলা চালায়, l রাধারাণী নস্করকে আগ্নেয়াস্ত্র সহ মারধর করে ও রাধারাণী নস্কর ঝাঁটা ছুড়ে মারে l এরপর দুষ্কৃতীরা গুলি চালায় গানপয়েন্ট রেখে। গুলি লাগে মাথার পিছনে বাম দিকে l ঘটনা স্থলে লুটিয়ে পড়েন রাধারাণী নস্কর l লুটিয়ে পড়ার সাথে সাথে সশস্ত্র দুষ্কৃতীরা বাহিনীরা পালিয়ে যায় , আতঙ্কিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলাকার মানুষ জন চিংকার চেঁচামেচি ছুটে আসে l স্থানীয় মানুষ জন উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় l অবস্থার অবনতি দেখে চিকিংসকেরা কলকাতার স্থান্তরিত করেছে । এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে । ঘটনা স্থলে বিষ্ণুপুর থানার পুলিশ আসায় এলাকায় মানুষ জন পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় । ঘটনা স্থলে বিষ্ণুপুর থানার স্পেশাল টিম ও বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক ব্যানার্জীকে কে , বিজেপি প্রাক্তন সভাপতি অভিজিৎ দাস দাবি করেন,গত একমাস ধরেই ওই বিষ্ণুপুর ১নং ব্লকের অন্তর্ভুক্ত, কুলেরদারী অঞ্চলের প্রধান ,দেবাশীষ নস্কর তার মস্তান বাহিনী নিয়ে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছিল l বিজেপি করা যাবে না,তাহলে গুলি করবো।আমাদের সরকার,পুলিশ আমাদের পকেটে।আজ তা প্রমাণ করে ছাড়লো।

পুলিশ কে বারবার মন্ডল সভাপতি বাবলু দাস জানিয়েছে,কোনো স্টেপ নেয় নি।বাবলু কে পর্যন্ত তিনবার আক্রমণ করে হয় l বাড়ি ভাঙচুর করা হয়।যদি পুলিশ সক্রিয় হতো,তাহলে এই জিনিস ঘটতো না।ডায়মন্ড হারবার পুলিশ মেরুদণ্ড হীন l
যে সব দুষ্কৃতী রা ছিলো তাদের নাম পঞ্চু নস্কর,অমল নস্কর,ঝন্টু নস্কর,জয়ন্ত নস্কর,ম্যানতা নস্কর,সৌরভ নস্কর,সুবিনয়,নেপাল সরদার,ও আরো অনেকে।
পুলিশ মূল পাণ্ডা দেবাশীষ কে ধরবে না,এ বিষয়ে নিশ্চিত।দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দলের কেউ এই ঘটনায় যুক্ত নয় l বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোল l আমরা আমাদের এলাকার বিধায়ক কে সমস্ত ঘটনা তদন্ত করে দেখে জানাতে বলেছি l