অবতক খবর , শিলিগুড়ি :    হৃদরোগের সমস্যায় ভুগছে সাত বছরের অসীম বনিক। তার চিকিৎসার জন্য সর্বশেষ অর্থ খরচ করে দিয়েছেন ওই দম্পতি।

এদিকে ছেলের চিকিৎসার খরচ জোগাতে বাড়িতে-বাড়িতে রান্নার কাজ শুরু করেছিলেন অখিল বাবুর স্ত্রী। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই কাজ হারিয়েছেন তিনি। অন্যদিকে লকডাউনের জেরে টোটো চালিয়ে আর আগের মতো আয় হয় না অখিল বাবুর। এমতাবস্থায় সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে তার পক্ষে। ছোট্ট অসীমের ওষুধ কেনার টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

বিষয়টি জানার পরই অখিল বাবুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজসেবী বাপন ঘোষ। ছোট্ট অসীমের ওষুধ কেনার জন্য মঙ্গলবার ৬ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এছাড়াও আগামীতে অসীমের চিকিৎসা খরচ চালিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন তিনি।