অবতক খবর,২২ অক্টোবর: চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো ইসলামপুর শহরের এক বেসরকারি নার্সিং হোমে। নার্সিং হোমের সামনে মৃত দেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যরা। মৃত ওই রোগীর নাম অজয় রায় (৩৯)। বাড়ি ইসলামপুর থানার আশ্রম পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পেটের ব্যথা নিয়ে ইসলামপুর চৌরঙ্গী মোরে হেল্থ পয়েন্ট নামক এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয় অজয় রায় নামে ওই ব্যক্তি।

বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন অজয় বাবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি শিলিগুড়িতে রেফার করে দেয় নার্সিং হোম কর্তৃপক্ষ, বলে অভিযোগ। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই অজয় বাবুর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। তারপরও শিলিগুড়ি মেডিক্যালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। শিলিগুড়ি মেডিক্যালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে, বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মৃত্যুর সংবাদ পেতেই ক্ষোভে পেটে পরেন পরিবারের সদস্যরা। শিলিগুড়ি থেকে মৃতদেহ ফেরত নার্সিং হোমের সামনে এনে বিক্ষোভ দেখাতে শুর করে রোগীর আত্মীয় স্বজনেরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে।