অবতক খবর :: নদীয়া ::    দীর্ঘ লকডাউনের ফলে বন্ধ বিভিন্ন কল কারখানা। আনাজ বা অন্যান্য রবি শস্য কোনরকমে দাম পেলেও, রুপালি ফসল পাট জাগ দেয়ার জন্য যথেষ্ট পরিমাণ জলের যোগান ছিল প্রাকৃতিকভাবেই। কিন্তু তাতেও হতাশ পাট চাষীরা। তারা মনে করেন বিভিন্ন কল কারখানা বন্ধের জন্য এবছর ভালো দাম পাবেন না তারা। তাই তিলের জমি খালি হওয়ার সাথে সাথেই, এমনকি একটু আগুরি করেই পাট কেটে আউস ধান লাগাতে ব্যস্ত তারা।

বর্ষা সঠিক সময়ে আগমনে বীজতলা থেকে চারা গাছ হতে অসুবিধা হয়নি কিছু। জমিতে যথেষ্ট পরিমাণে জল জমে আছে বপনের জন্য, তাই সময় নষ্ট না করে ধানেই মিলবে ধন মনে করে তড়িঘড়ি বপনের কাজ শুরু করেছে তারা।

ভাদ্র মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গোলা ভর্তি করবেন বলে আশাবাদী কৃষকরা, সারা বছরের খাবার প্রধান দ্রব্য বিক্রি হবেই।