অবতক খবর,১৮ নভেম্বর: রাস যাত্রা ২০২১ উপলক্ষে শান্তিপুর এলাকার তীর্থ যাত্রীদের সুবিধার্থে ১৯ নভেম্বর-২২ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ৪ দিনের জন্য কালীনারায়ণপুর-শান্তিপুর শাখার বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে বারোটি আপ ট্রেন এবং দশটি ডাউন ট্রেন অস্থায়ীভাবে থামবে-