অবতক খবর,৩ জুলাই,চন্দ্রকোনা: শাসকদলের উন্নয়নকে খোঁচা দিয়ে এবার পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিল গ্রামের সাধারণ মানুষজন। চন্দ্রকোনা ১ ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামে দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা, একাধিক খানা খন্দে ভরে রয়েছে গ্রামের ওই গুরুত্বপূর্ণ রাস্তাটি। এলাকার সাধারণ মানুষজন সহ কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত ওই রাস্তা দিয়ে, অল্প বৃষ্টিতেই জল জমে যায় রাস্তার ওপর যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় ও এলাকার সাধারণ মানুষসহ পথচারীদের।এলাকার মানুষজন বলছেন এটাই কি উন্নয়ন? ভোটের মুখে রাস্তার দাবিতে সরব স্থানীয়রা। এলাকার সাধারণ মানুষের দাবী ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি মিলে কিন্তু কাজ হয় না।

বিভিন্ন জায়গাতে একাধিকবার জানানো হলেও কোন সূরাহা হয়নি।আর এই ইসুকে হাতিয়ার করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ময়দানে নেমে পড়েছে বিজেপি। মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন এ রাস্তা দিয়ে যাতায়াতের সময় অসুবিধায় পড়তে হয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের এবং অসুস্থ রোগীকে হসপিটালে নিয়ে যেতে হলে অনেকটা সময় লেগে যায়। তাই গ্রামের মানুষকে রাস্তাঘাট এর পরিষেবা ভালো দিতে চান তিনি। তবে এই বিষয়ে শাষক দলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।