অবতক খবর,৩০ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের , মালডাঙ্গা মোড় থেকে বেলেন্ডা গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার ব্যাপী রাস্তাটি হাল খুবই খারাপ। বেলেন্ডা গ্রামের বাসিন্দা শ্রীকান্ত ঘোষ, সুদীপ ঘোষ, সুভাষ নন্দী, চাঁদ কুমার চট্টোপাধ্যায়রা জানান মালডাঙ্গা মোড় থেকে বেলেন্ডা এই রাস্তাটি

বেলেন্ডা গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী আউসগ্রাম, ছোটঢেঁড়িয়া , বাঘাসন , সালুন , মাধপুরগ্রাম সহ ছয়টি গ্রামের একমাত্র যাতায়াতের এক মাত্র প্রধান , এবং মেইন রাস্তা। এইসব গ্রামের মানুষজনের হাট বাজার, রেশন তোলার, হাসপাতাল, স্কুল কলেজ যাওয়ার এই রাস্তাটি একমাত্র ভরসা। রাস্তাটি বাঘাসন গ্রাম পঞ্চায়েত কিছুটা রাস্তা মেরামত করলেও রাস্তার অবস্থা খুবই খারাপ এলাকাবাসীরা আরও জানান বর্ষা কালে কার্যত বাড়িতেই থাকতে হয়। ছেলেমেয়েরা ইস্কুল কলেজ যেতে পারেনা। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। একাকার তথা বাঘাসন অঞ্চলের প্রধান ছন্দা রায় এই রাস্তাটির অবস্থা খুব খারাপ স্বীকার করে নিয়ে জানান পঞ্চায়েতের সাধ্যমত রাস্তার কিছুটা অংশ মেরামত করা হয়েছে । প্রধান ছন্দা রায় আরো জানান জনগণের দাবিকে মান্যতা দিয়ে রাস্তার পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পিচের পাকা রাস্তা করা যায় তার জন্য খুব তাড়াতাড়ি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে পাকা রাস্তার করা যাবে।