আপনি কি এখনো নিশ্চুপ, নিস্তব্ধ, নির্জন থাকবেন? নীরবতার গান গাইবেন? রাষ্ট্র কৃষি বিল পাশ করেছে পুঁজিপতি কর্পোরেটের স্বার্থে। কৃষকের শ্রমের ফসল চলে যাবে তাদের হাতে। ৩০০ শ্রমিক ছাঁটাই করতে মালিকপক্ষের শ্রম দপ্তরের অনুমোদন লাগবে না। রাষ্ট্র অবাধ স্বাধীনতা দিচ্ছে মালিকপক্ষকে।

রাষ্ট্রদ্রোহিতা / তমাল সাহা

রাষ্ট্র মালিকপক্ষের দালাল
তাতে জনগণের আছে কি ক্ষতি?
শ্রম দপ্তর থেকে নেবার নেই প্রয়োজন
কোনো অনুমতি।
রাষ্ট্র বলে, রে মালিক!
তোকে দিলাম অবাধ স্বাধীনতা।
তিনশো শ্রমিক ছাঁটাই করা,
নয় কোনো অসভ্যতা!

এবার শ্রমিক তোর পালা–
তুলে ধর তোর নিজের হাতিয়ার
গাইতি শাবল হাতুড়ি।
বিদ্রোহ, আর কত দেরি?
বাজা রুদ্র বিষাণ, বাজা রণভেরী।