অবতক খবর,১১ই এপ্রিল,মলয় দে,নদীয়া:- গতকাল রামনবমী উপলক্ষে নদীয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান সাংসদ জগন্নাথ সরকার। চাকদা আরংঘাটা, কৃষ্ণনগর শান্তিপুর কোথাও হাঁটলেন মহামিছিলের কোথাও বা রামনবমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে শোনালেন ধর্মকথা। অতীতেও তাকে মতুয়া সম্প্রদায়ের সাথে বাজনা বাজাতে দেখা গেছে কখনো কৃষকদের সাথে ট্রাক্টর চালাতে, সরল স্বাভাবিক হিসাবে গ্রামের জন্মভূমি নিয়ে গর্ব করা এই সাংসদকে গতকালকে দেখা গেল লাঠি খেলা করতে অত্যন্ত দক্ষতার সাথে।

এ ব্যাপারে তিনি জানান, আরএসএস থেকে উঠে আসার কারণে কষ্ট সহিষ্ণু জীবন যাপন করি এখনও পর্যন্ত। সনাতনী রীতিনীতি সংস্কৃতি ধরে রাখা এবং তার প্রচার-প্রসারে আজীবন কাজ করে যাব। তবে রামনবমীর নিয়ে এবারের অনেকটাই নমনীয় প্রশাসন, তৃণমূলকেও দেখা যাচ্ছে রামের প্রতি শ্রদ্ধা জানাতে। দেরিতে হলেও বোধগম্য হয়েছে, এটাই আমাদের সফলতা।