অবতক খবর , সংবাদদাতা ,দেবাশিস মালিক, কুলপি :- রবিবার কোন পেশার হাট মোড়ে, দলীয় প্রার্থী অফিস উদ্বোধন করতে আসেন কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদার।ওই পার্টি অফিসে ২১ জনের যে কমিটির সদস্য রয়েছে তারা ক্ষোভ প্রকাশ করেন আম্ফান দুর্নীতি নিয়ে।কুলপি বিধায়কের সামনে এইভাবে আমফান দুর্নীতির ক্ষোভ প্রকাশ পাওয়ায় চরম অস্বস্তিতে পড়ে যান, এলাকার পঞ্চায়েত সদস্যরা একযোগে বলতে থাকেন যে পরিস্থিতিতে আমপাম দুর্নীতির ঘটনা ঘটেছে, আগামী দিনে গ্রামের ঢোকা মুশকিল হয়ে যাবে।

কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদার ক্ষুব্ধ মানুষের সাথে দেখা করতে চান বলে তিনি দাবি করেন। বিধায়ক যোগরঞ্জন হালদার বুঝতে পারেন , যে আম্ফান দুর্নীতি হয়েছে তা সঠিক। রামকৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি বিদ্যুৎ পাইক প্রকাশ্যেই বলেন, আমাদের কোন সমস্যা থাকলে আপনারা সরাসরি আমাদেরকে বলুন আমরা সমস্যা মেটানোর চেষ্টা করব । ওই বৈঠকে উপস্থিত রয়েছেন , কোনটি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার , রাম কৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফেরদৌস মন্ডল, রামকৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রধান পলাশ হালদার l