অবতক খবর,১৭ মার্চ: রানাঘাট সম্প্রীতির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও কল্যাণী ভাষা উদ্যানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সমাজ থেকে লাঞ্চিত, নিপীড়িত মানুষদের নিয়েই এই বসন্ত উৎসব পালন করেন সংগঠনের সদস্যরা ‌। তারা দিনভর নাচ-গান নাটক আবৃত্তির মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করেন। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কল্যাণী পৌরসভার সিআইসি নিবেদিতা বাসু ও তার সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার একাধিক কাউন্সিলর। পরবর্তীতে এই অনুষ্ঠানে যোগদান করেন কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি।

এদিনের অনুষ্ঠান থেকে তারা মূলত একটি বার্তা দিতে চেয়েছেন- আমরা যে সমাজে বাস করি সেই সমাজ আমাদের অনেক আশ্বাস দেয়। কিন্তু সব আশ্বাসই থেকে যায়, সেগুলি আর পূরণ হয় না।