১৮ মার্চ,১৮৭১ থেকে ২৮ মার্চ পর্যন্ত সেই দুনিয়া কাঁপানো লড়াইকে স্মরণ

প্যারি কমিউন
তমাল সাহা

মার্কস বলেছিলেন, হতে পারে না, হয়।
প্যারি কমিউন দেখায় পথ
শ্রমজীবীরাই চালাবে সভ্যতার রথ।
সর্বহারার শৃঙ্খল মোচন হবেই,
হবেই জয়।

প্যারি কমিউন–
বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র।
কিভাবে চলবে দেশ দিয়েছিল নির্দেশ
জনফৌজ করবে দেশরক্ষার কাজ
কায়েম হবে জনতার রাজ।
জনগণই হবে রাষ্ট্রের সর্বময় নির্ধারক।

১৮ মার্চ থেকে ২৮ মার্চ
শ্রমজীবীর রুটমার্চ
সেই দুনিয়া কাঁপানো লড়াই
আজও অবিস্মরণীয় মাইলফলক।

প্যারি কমিউন–
উসকে ওঠে আঁচ, উজ্জ্বল আগুন