অবতক খবর::অনুপ কুমার মন্ডল-নদীয়া::রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক সমীর কুমার পোদ্দার এর মানবিক মুখ দেখল রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। তিনি নিজে এলাকায় এলাকায় ঘুরে যেমন মানুষকে সচেতন করলেন তেমনি যাদের মুখে মাক্স নেই তাদেরকে নিজের হাতে মাক্স পরিয়ে দিলেন। এই মানবিক মুখ দেখে সাধারণ মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছেন। আবার অনেকেই বলছেন এই বিপদের দিন বিধায়ককে পাশে পেয়ে আমরা আপ্লুত।

তবে বিধায়ক তিনি এই পরিপ্রেক্ষিতে বলেন আমি মুখ্যমন্ত্রী একজন সৈনিক হিসেবে আজ পথে নেমেছি। তিনি যেমন কঠোর পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমরা তার অংশীদার হয়ে কাজ করছি। আমার বিধানসভার বেশকিছু গ্রাম পল্লী এলাকা তাই মানুষকে আর একটু সচেতন করলাম। আমি ব্যক্তিগতভাবে হাজারটি মাক্স কিনে ছিলাম যাদের দেখলাম মুখে মাক্স নেই তাদেরকে নিজের হাতে পরিয়ে দিলাম এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করলাম এই ভাবেই। সাধারণ মানুষ থেকে সবজি বিক্রেতা ,মাছ বিক্রেতা, এবং ব্যবসাদারদের মাক্স পরিয়েও দিলাম যাতে তারা সুস্থ থাকে।এটাও আজ বাজারে বাজারে ঘুরে দেখলাম কোন ব্যবসাদাররা সাধারণ মানুষের কাছে বাড়তি দাম নিচ্ছে কিনা এবং প্রতিটি দোকানের সামনে দড়ি বেঁধে একটা ডিসটেন্স করে দিলাম যাতে তারা ডিসটেন্স মেনে চলে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখিয়েছেন ।