অবতক খবর,৪ এপ্রিল: করোনা আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব। লকডাউনে ঘরবন্দী মানুষ। যারফলে অভুক্ত রয়ে যাচ্ছে পথের অসহায় প্রাণীরা। আর তাদের কথা মাথায় রেখেই রাতের অন্ধকারে তাদের খাওয়াতে বেরিয়ে পড়ছেন কাঁচরাপাড়া জোড়ামন্দিরের কয়েকজন যুবক। তাদের মধ্যে রয়েছেন সঞ্জীব কুন্ডু,অতনু মন্ডল এবং তাদের বন্ধুরা। প্রতিদিন তারা নিজেদের সাধ্যমত মাছ,মাংস তাদেরকে খাওয়াচ্ছেন। এ বিষয়ে তারা জানান, ‘যতদিন এই লকডাউন চলবে ততদিনই তারা পথের ওই অসহায় সারমেয় এবং অন্যান্য প্রাণীদের খাওয়াবেন। কারণ মানুষ তার প্রয়োজন বোঝে এবং বলতে পারে। কিন্তু এই অসহায় প্রাণীগুলো তো কিছু না বলতে পেরে অভুক্তই থেকে যায়। এই অসময়ে মানুষ যদি তাদের পাশে না দাঁড়ায়,যদি তাদের না খাওয়ায় তবে তারা দিনের পর দিন অভুক্ত থাকবে এবং হয়তো প্রাণ হারাবে। তারা চায় শুধু একটু খাবার এবং অনেকটা ভালবাসা চায়।’