অবতক খবর,১৩ সেপ্টেম্বর: ভোট-পরবর্তী হিংসায় বাংলার শাসক দল মুখ থুবড়ে পড়েছে, তাতেও শিক্ষা হয়নি এ রাজ্যের। নন এমএলএ মুখ্যমন্ত্রী যে হারে উনি বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন প্রশাসনকে কাজে লাগিয়ে, তাতে কোন লাভ হবে না শাসকদলের।
কারণ মানুষ ভোট দেবে হিংসা ও দুর্নীতিগ্রস্ত লোক, এদের বিরুদ্ধে।
বিজেপি ছেড়ে যারা যাচ্ছে তাদেরকে সকালে ও রাতের অন্ধকারে নেতা ও প্রশাসনের চাপে পড়ে যেতে হচ্ছে।
শুধু তাই নয়,আর কিছু মানুষ যাচ্ছে যারা লোকসভা ভোটের পরে বিজেপিতে জয়েন করেছিল, তারা ভেবেছিল বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার গড়বে। তারা সুবিধা নিয়ে এসেছে অন্যান্য দল থেকে, এ দলের সুবিধা নেবে।
এমনটাই বললেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ।