অবতক খবর,৮ জুন,মালদা: ক্ষত্রিয় কর্মীদের অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাস মাধ্যমে রাজ্য সরকারের মদতে এসটি তালিকায় অন্তর্ভুক্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে। এদিন সারা রাজ্য জুড়ে ১২ ঘন্টা বন্ধ পালন করলেনপশ্চিমবঙ্গ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর ডাকে রাজ্যজুড়ে ধর্মঘট।সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন জায়গায় বন্ধের প্রভাব দেখা যায় ।

মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো বাসস্ট্যান্ডে সকাল থেকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর পক্ষ এদিন সকালে আইহো বাসস্ট্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ককে হাতে তীরে ধনুক নিয়ে, ধামসা বাদল বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসী সংগঠনের কর্মীরা।জারজারে মালদা নালাগোলা রাজ্য সড়ক সকাল থেকে বিভিন্ন পণ্যবাহি গাড়ি, বিভিন্ন যানবাহন আটকে পড়ে। তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে এই বারো ঘন্টা বাংলা বন্ধ। তাদের দাবিগুলি হলো-কুড়মি মাহাতোদের এসটি তালিকায় জাতে অন্তর্ভুক্ত না করা হয়, তার জন্য আজকে ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন তরফে এদিন প্রায় ২২ শাখ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।