অবতক খবর,২৪ ফেব্রুয়ারিঃ  রাজ্যে ফের কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আসেন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। পশ্চিমবঙ্গে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ খতিয়ে দেখতে এসেছে এই কমিটি। এই দলে থাকছেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এন রেড্ডি, আইপিএস রাজপাল সিং, জাতীয় নারী সুরক্ষা কমিশনের প্রাক্তন সদস্য এবং আইনজীবী ডক্টর চারুওয়ালী খান্না, সাংবাদিক সঞ্জীব নায়েক ও ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের প্রাক্তন কনসালটেন্ট ও আইনজীবী ভাবনা বাজাজ।

তারা বলেন সব ধর্মের সম্মান ও এইরকম জাতীয় ঘটনা যাতে না ঘটে তার দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের।