হক জাফর ইমাম :: অবতক খবর :: ২জানুয়ারী :: মালদহ ::   রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলার প্রয়াত চিত্রসাংবাদিক মিসবাহ-উল হকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো।  বৃহস্পতিবার মালদা জেলার প্রশাসনিক ভবনের সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুড়ি প্রয়াত ওই চিত্রসাংবাদিকের স্ত্রী আয়েশা বিবি’র হাতে এই নিয়োগপত্র তুলে দেন।

আয়েশা বিবিকে মালদার সরকারি মহিলা আপাতত অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় খুশি মালদা জেলার সংবাদ মহল।

আয়েশা বিবি বলেন,  এটা সম্ভব হয়েছে মালদা জেলার সাংবাদিক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। জেলার সাংবাদিকেরা এবিষয়ে অনুরোধ জানিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মালদায় এসে প্রশাসনিক বৈঠক করতে গিয়েই আমার চাকরির ব্যবস্থা করার  কথা বলেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোন ১ মাসের মধ্যেই আমাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবং মালদা জেলার সমস্ত সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি।