অবতক খবর: শুক্রবার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। কিন্তু পঞ্চায়েত ভোট আবহে আরও ৬ মাস  মুখ্যসচিবের পদে থাকবেন হরিকৃষ্ণ দ্বিবেদী। কেন্দ্রের চিঠি হাতে আসার পরই সমস্ত ধোঁয়াশা কেটে গেল। মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে ২ বার কেন্দ্রকে চিঠি পাঠানো হয় নবান্নের তরফে।

আসলে রাজ্য সরকার মুখ্যসচিব পদে দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। প্রশাসনিক মহলের ধারণা ছিল, শেষ মুহূর্তে রাজ্যের দাবি মেনে দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি করতে পারে কেন্দ্র।  সেই সম্ভাবনাই সত্যি হল। এদিন রাজ্যের আর্জি মেনে হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ বাড়াল কেন্দ্র। আজ সকালে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা নবান্নে এসে পৌঁছয়।

অসমর্থিত সূত্রের খবর ছিল, রাজ্য বিজেপি নেতারা দ্বিবেদির মেয়াদ বৃদ্ধি নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রের কাছে। ফলে কেন্দ্র কী করবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। উল্লেখ্য, মুখ্যসচিব হিসাবে প্রায় দু’বছর কর্মরত হরিকৃষ্ণ। মাস দু’য়েক আগে তাঁর মেয়াদবৃদ্ধির জন্য কেন্দ্রকে অনুরোধপত্র পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষের মেয়াদবৃদ্ধি হয়েছিল।