অবতক খবর, বাঁকুড়াঃ একটা দুটো বছর করতে করতে ১০০ বছর অতিক্রম করল বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের রসুলপুর হাই মাদ্রাসা । আর সেইমতো শতবর্ষ উপলক্ষে রসুলপু হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব । তিন দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানকে আরও দীর্ঘ করা হয় । এর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয় ।

অনুষ্ঠানের বিশেষ চমক ছিল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি স্বয়ং শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব কর্তৃপক্ষের ডাকে উপস্থিত হন এবং স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকাদের অনুপ্রাণিত করেন আগামী দিনে এই মাদ্রাসাকে আরো উচ্চমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য । এর পাশাপাশি মন্ত্রী একটি জিমের উদ্বোধন করেন । জিম করার সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারাও ।

 

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন , ১০০ বছরের একটা প্রতিষ্ঠান। এখানে এসে আমার খুবই ভালো লাগলো । যারা এই প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছেন যারা জমি দিয়েছেন সকলকে অনেক ধন্যবাদ । তবে মাদ্রাসার উন্নয়নের জন্য আগামী দিনে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি ।