অবতক খবর, নদীয়াঃ বৃহস্পতিবার রানাঘাট স্টেশনে এক মহিলা টিকিট পরীক্ষক দ্বারা প্রতারণার স্বীকার হলেন, অপর এক মহিলা যাত্রী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশনে যাত্রীদের বিরাট ভিড় জমে যায়।

 


প্রতারিত মহিলার দাবি , যে তিনি  শৌচালয়ে যাওয়ার জন্য টিকিট কাটতে পারেননি, বেরিয়ে তিনি টিকিট কাটাতে গেলে পথে মহিলা টিকিট পরীক্ষক ওনার কাছ থেকে জোর করে ২৭৫ টাকা ফাইন হিসেবে নেয়, কিন্তু  রশিদ দেননি। ওই মহিলা টিকিট পরীক্ষক জানিয়েছেন, যে তিনি ওই  মহিলাকে রশিদ দিয়েছেন। স্টেশনের ভিড় করা প্রত্যক্ষদর্শী যাত্রীদের দাবি , টিকিট পরীক্ষকের কাছে  রশিদের কার্বন কপি দেখতে চাইলে উনি দেখাতে পারেননি এবং অত্যন্ত দৃঢ়তার সাথে ক্রমাগত মিথ্যে বলে গেলেন গিয়েছেন ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা জানিয়েছেন , যে সমস্ত টিকিট পরীক্ষক যারা সরকারি কর্মচারী মাস মাইনে পাওয়া সত্ত্বেও মাত্র ২৭৫ টাকার জন্য দিন আনা দিন খাওয়া সাধারণ গরীব মানুষদের প্রতারিত করে চলেছে  সরকারি ক্ষমতার অপব্যবহার করে।