পশ্চিমবঙ্গের জেলখানা সন্তান-জন্মাগার হিসেবেও এগিয়ে আছে। সংশোধনাগার আঁতুড় ঘর হয়ে গেছে। পশ্চিমবঙ্গের জেলখানায় মহিলা সেল আলাদা হলেও গেটে প্রহরা থাকলেও এক বছরে ১৯৬ জন জেলবন্দিনী রহস্যজনক ভাবে গর্ভবতী হয়ে পড়েছেন, এমনই রিপোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল হয়েছে এবং বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন।

রবীন্দ্রনাথের জন্য দুঃখ
তমাল সাহা

রবীন্দ্রনাথের জন্য আমার খুব দুঃখ হয়।
শোক করি, দীর্ঘশ্বাস ফেলি আজ।
রানি গুণবতী ছাগবলির মানস করেও
হতে পারেনি গর্ভবতী
প্রজন্ম রেখে যেতে পারেনি মহারাজ!

রবীন্দ্রনাথ জানতেন না
কোনোদিন মা হবার সুযোগ পাওয়া যাবে যদিও বঙ্গ কারাগারে পাহারা থাকে গেটে।
বন্দিনীরা আশ্চর্যজনকভাবে গর্ভিনী হয়ে যায়, উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে ভরা পেটে!