আজ বিশ্ব সাইকেল দিবস

রচনাঃসাইকেল
তমাল সাহা

সাইকেল মানুষের মতোই।
সাইকেলের দুটি চাকা আছে
মানুষের দুটি পা আছে
সাইকেলের দুটি হ্যান্ডেল আছে
মানুষের দুটি হাত আছে
সাইকেলের টায়ার টিউব স্পোক আছে
মানুষের ট্যান্ডন লিগামেন্ট আছে
সাইকেলের কন্ঠ মানে বেল আছে
সাইকেলের ব্রেক আছে
ব্রেকভাঙা সাইকেল চালানো ঝুঁকিজনক।

মানুষের জীবনেও বিভিন্ন ব্রেক আছে
অসংখ্য ব্রেকের মুখোমুখি হতে হয় মানুষকে
ব্রেক ছাড়া জীবনের মজা নেই।

সাইকেল নিজে দাঁড়াতে পারে না
অন্যকে চাপিয়ে নিয়ে চলে যায়
দূর বহুদূর….
মাটির উপরে এঁকে যায় দুটি চাকার দাগ।

সাইকেলের
নিজের ব্যালেন্স নেই
তবুও দায়ভার নেয় মানুষের।

মানুষকে ব্যালেন্স শিখতে হয়
নতুবা তাকে সিট থেকে ফেলে দেবে সাইকেল।

সাইকেল রাজনীতি করে।
হাজার হাজার মানুষের সাইকেল মিছিল দেখেছি
মানুষের আন্দোলনে

সাইকেল চালাতে হয়
সাইকেল চলমান থাকতে চায়